সমুদ্রতটে আবিষ্কৃত ২০০ বছরের নৌকা

সমুদ্রতটে আবিষ্কৃত ২০০ বছরের নৌকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ মার্চ, ২০২২

উত্তর আয়ার্ল্যান্ডের পোট্রুশের সমুদ্রতট। গত মঙ্গলবার সেই সমুদ্রতট দিয়ে হাঁটছিলেন দুই ভাই গোরডি উইলটন আর তার ভাই টমি ক্লাইড। সঙ্গে ছিল তাদের পোষা কুকুর। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা আবিষ্কার করে ফেললেন একটা নৌকা। ২০০ বছরের পুরনো! প্রথমে ভেবেছিলেন কোনও আবর্জনার স্তুপ। তারপর একটু বালি সরাতেই বেরিয়ে এল নৌকার ওপরের অংশ। বিস্ময়ের ঘোর কাটার পর দুই ভাই যোগাযোগ অরেন প্রত্নতাত্বিকদের সঙ্গে। তাদেরই একজন, কলিন ডানলপ বলেছেন, ” ১৯ শতকে এই ধরণের নৌকা মাছ ধরার জন্য ব্যবহৃত হত। মাটির নীচে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ওপরের মাটি আর বালি সরে গিয়ে বেরিয়ে এসেছে নৌকার ওপরের অংশ।” নৌকাটি দৈর্ঘ্যে ছিল ৩৬ ফুট। তৈরি হয়েছিল পোট্রুশেই এবং উত্তর আয়ার্ল্যান্ডের উপকূল ধরে নৌকাটি অনেক পথ চলেছে। ডানলপ অবশ্য বলেছেন, “নৌকাটি শেষবার বালির নীচে চলে যাওয়ার আগে কোথা থেকে এসেছিল সেটা এখনও জানা যায়নি। নৌকার কাঠের টুকরোগুলোকে বিশ্লেষণ করে সেটা জানা যেতে পারে।” কিন্তু প্রত্নতাত্বিকদের কাছে এখন বড় সমস্যা নৌকাটিকে বালির ভেতর থেকে তোলা। শক্তি প্রয়োগ করে তুলতে গেলে কাঠের টুকরোগুলো সম্পূর্ণ ভেঙে যাবে।