শান্তিনিকেতনে পলাশ ধ্বংসে ক্ষুব্ধ পরিবেশবিদরা

শান্তিনিকেতনে পলাশ ধ্বংসে ক্ষুব্ধ পরিবেশবিদরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ মার্চ, ২০২২

শান্তিনিকেতনে অবাধে পলাশ ফুল ধ্বংস করা হচ্ছে বহুদিন ধরে। শান্তিনিকেতনের অন্যতম সম্পদ এই পলাশ ফুল। বসন্ত উৎসব আসছে। এই সময়েই শান্তিনিকেতন সেজে ওঠে পলাশের রঙে। কিন্তু বিভিন্নভাবে পলাশের নিধন করা হচ্ছে। ফুল পাড়তে গিয়ে পলাশের ডাল ভেঙে ফেলা হচ্ছে। ক্ষুব্ধ পরিবেশবিদরা। এমনকী, বিশ্বভারতীর ছাত্রছাত্রীরাই হাটে গিয়ে পলাশ ফুল বিক্রেতাদের অনুরোধ করছেন যাতে পলাশ ফুল না ছিঁড়ে, গাছের ডাল না ভাঙতে। তবে পরিবেশবিদদের বক্তব্য, প্রশাসনকেও তৎপর হতে হবে। ২০১৭ থেকে বিশ্বভারতী বসন্ত উৎসবে পলাশ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপর পলাশ নিধন কিছুটা কমেছিল। কিন্তু বছরখানেক পরই ছবিটা আবার বদলে গিয়েছিল। বসন্ত উৎসবের আগে থেকেই পলাশ ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। পরিবেশবিদদের অভিযোগ, প্রশাসনের নিঃশব্দ মদত আছে বলেই এটা সম্ভব হচ্ছে।