আন্তর্জাতিক নারী দিবসে গুগলের ডুডল

আন্তর্জাতিক নারী দিবসে গুগলের ডুডল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মার্চ, ২০২২

আন্তর্জাতিক নারী দিবস ছিল মঙ্গলবার। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও দিবসটি উপলক্ষে প্রকাশ করেছে নতুন ডুডল। গুগলে প্রবেশ করলেই দেখা মিলছে ডুডলটির। অ্যানিমেটেড ডুডলটিতে বিভিন্ন পেশায় নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে।
গুগল ডুডলের প্লে বোতামে ক্লিক করলেই অ্যানিমেটেড ভিডিও চলতে শুরু করে। পর্দায় দেখা যায়, একজন মা তাঁর ল্যাপটপে কাজ করছেন। কাজের ফাঁকে পাশে থাকা সন্তানেরও যত্ন নিচ্ছেন তিনি। আবার প্লে বোতামে ক্লিক করলে দেখা যায়, সন্তানদের খেলা, দেখভালের পাশাপাশি একজন নারী গাছে পানি দিচ্ছেন। এরপর পর্যায়ক্রমে পর্দায় দেখা যায়, একদল নারী হাসপাতালে অপারেশনে ব্যস্ত সময় পার করছেন। নানা শ্রেণিপেশার নারীদের কাজের ছবি তুলে ধরার পাশাপাশি ওয়াইল্ড লাইভ ফটোগ্রাফিতে নারীদের অংশগ্রহণও তুলে ধরা হয়েছে ডুডলটিতে। একেবারে শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী নানা নারীদের ছবি তুলে ধরা হয়েছে।