চাঁদে রকেটের আবর্জনা স্তুপ পড়ার খবর নেই

চাঁদে রকেটের আবর্জনা স্তুপ পড়ার খবর নেই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মার্চ, ২০২২

চাঁদের পৃষ্ঠে এখনও হদিশ মেলেনি স্পেস জাঙ্ক হয়ে মহাকাশে ভেসে বেড়ানো রকেটের ভাঙা অংশের আছড়ে পড়ার ঘটনা। জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছিলেন গত শুক্রবার ঘন্টায় ৮৮০০ কিলোমিটার গতিতে চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়বে রকেটের ভাঙা অংশ। তার জন্য চাঁদের পৃষ্ঠে যে ৩৩ থেকে ৩৬ ফুটের গর্তও তৈরি হবে সেটাও জানিয়েছিলেন জ্যোর্তিবিজ্ঞানীরা। কিন্তু এখনও পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার খবর নেই। চাঁদের পৃষ্ঠে কোনও বড় গর্তেরও সৃষ্টি হয়নি। এছাড়াও জ্যোর্তিবিজ্ঞানীদের অনুমান ছিল, রকেটের ধ্বংসাবশেষ চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ার পর, কুণ্ডলীকৃত ধোঁয়ারও সৃষ্টি হবে। সেটাও হয়নি। তবে জ্যোর্তিবিজ্ঞানীরা নজরদারি বন্ধ করেননি। তাদের আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘটনাটা ঘটবে। প্রথমে ধারণা করা হয়েছিল এই স্পেস জাঙ্ক হয়ে যাওয়া রকেটটি মার্কিন সংস্থা স্পেস এক্সের। পরে জ্যোর্তিবিজ্ঞানীরা বলেছিলেন, রকেটটি মহাকাশে পাঠিয়েছিল চিন। কিন্তু চিনও অস্বীকার করেছে।