মহাকাশ স্টেশন থেকে রাশিয়া বিচ্ছিন্ন ?

মহাকাশ স্টেশন থেকে রাশিয়া বিচ্ছিন্ন ?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মার্চ, ২০২২

একটা ৪৭ সেকন্ডের ভিডিও। সেখানে দেখাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে রাশিয়া। তাদের ইউক্রেন আক্রমণের ধাক্কায় ইতিমধ্যে মার্কিন যক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি চালু করেছে রাশিয়া। আইএসএস মডিউল থেকে বেরিয়ে আসছেন রুশ নভোশ্চররা এবং জেভেদা মডিউলকে আইএসএস থেকে বার করে নিচ্ছেন, ভাইরাল হয়ে যাওয়া ভিডিও-র অন্যতম গুরুত্বপূর্ণ ছবি এটি। জেভেদা মডিউল আইএসএসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পেস জাঙ্ক থেকে আইএসএসকে সরিয়ে নিয়ে যাওয়ার অন্যতম উপাদান জেভেদা মডিউল।
এই মুহুর্তে আইএসএসে সাতজন মহাকাশচারী রয়েছেন আমেরিকা, রাশিয়া এবং ইউরোপীয় মিলে। রাশিয়া অবশ্য অবিরাম হুমকি দিয়ে যাচ্ছে আইএসএস থেকে বেরিয়ে যাওয়ার। তারই প্রতিফলনে এই ভিডিও।