বারাণসীতে গঙ্গার দূষণ ক্রমশ বাড়ছে

বারাণসীতে গঙ্গার দূষণ ক্রমশ বাড়ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ মার্চ, ২০২২

নমামি গঙ্গা প্রকল্পে ইতিমধ্যে কয়েক কোটি টাকা খরচ করা হয়ে গিয়েছে। কিন্ত তারপরেও বারাণসী শহর থেকে প্রত্যেকদিন ১০ কোটি লিটার দূষিত জল গঙ্গায় মিশছে। তাই নদীর স্বাস্থ্য নিয়ে হতাশ এবং উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা এবং পরিবেশবিদরা। বারাণসীর মহামান্য মালভ্য গঙ্গা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান বি ডি ত্রিপাঠি জানিয়েছেন শহরে বেশ কিছু জল প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে। কিন্তু তাতেও প্রক্রিয়াকরণ সঠিকভাবে হচ্ছে না। জল অর্ধেক পরিশোধন করেই নদীতে ফেলে দেওয়া হচ্ছে। দূষিত জল একবার নদীতে মিশে গেলে তা আর আলাদা করার উপায় থাকে না। জল পরিশোধনের পাশাপাশি জলের গুণমান পরীক্ষা করার কেন্দ্র স্থাপনের দাবিতেও সরব পরিবেশবিদরা। আরও গুরুত্বপূর্ণ, বেনারস শহরের সব অঞ্চল এখনও পর্যন্ত জল পরিশোধন কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত নয়। যে কারণে নিয়মিত পরিতক্ত্য ও বর্জ্য-যুক্ত জল গঙ্গায় পড়ছে।