অরণ্যের চেয়েও বেশি কার্বন শোষণ শহরের গাছে

অরণ্যের চেয়েও বেশি কার্বন শোষণ শহরের গাছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ মার্চ, ২০২২

আমাজন বা ইন্দোনেশিয়ার ক্রান্তীয় অরণ্যে বৃক্ষচ্ছেদন নিয়ে বিশ্বজুড়ে পরিবেশবিদরা বহুবছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই তুলনায় শহর এবং শহরতলি অঞ্চলে গাছ কাটা নিয়ে সোরগোল অনেক কম। কিন্তু বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে এক নতুন তথ্য যে, অরণ্যের তুলনায় শহর ও শহরতলি অঞ্চলের গাছ অনেক বেশি কার্বন শোষণ করে। শুধু গাছ নয়, শহরের মাটিও অরণ্য ও গ্রামাঞ্চলের তুলনায় বেশি কার্বন ধরে রাখতে পারে বলে জানাচ্ছে গবেষণা। বিশ্বজুড়ে ৪৮ হাজার অরণ্য এবং সংক্ষিপ্ত বনাঞ্চলের তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করেছিলেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইকোলজিস্ট লুসি হুটায়রা। সেই তথ্যের বিশ্লেষণ করেই গবেষকরা জানতে পেরেছেন শহর ও বনাঞ্চলের বৃক্ষদের গুরুত্ব। গবেষকরা জানিয়েছেন শহরাঞ্চলে গাছের ঘনত্ব কম থাকে ক্রান্তীয় ঘন অরণ্যের তুলনায়। তাই প্রতিটি গাছই অনেক বেশি সুর্যালোক পায়। বায়ুমণ্ডলে কার্বনের আধিক্যও শহরাঞ্চলে বেশি সৃষ্টি হয় ঘন অরণ্যের। সেই কারণে, গবেষকদের পর্যবেক্ষণ, গভীর অরণ্যে থাকা গাছেদের তুলনায় শহরাঞ্চলের গাছ ৩০ শতাংশ বেশি কার্বন শোষণ করে।