ভয়াবহ বিপদের আশঙ্কা কলকাতা সহ রাজ্যের

ভয়াবহ বিপদের আশঙ্কা কলকাতা সহ রাজ্যের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ মার্চ, ২০২২

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা না নিলে বড় বিপদ অপেক্ষা করছে কলকাতা ও রাজ্যের জন্যে। রাষ্ট্রপুঞ্জে পেশ করা আইপিসিসি রিপোর্টে বলা হয়েছে কলকাতা সহ রাজ্যে বাড়তে পারে আম্ফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা। আবহাওয়া বদলের ফলে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে কলকাতা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিত ফলে লবণাক্ত জলে দুবে যেতে পারে সুন্দরবনের নিচু এলাকা। আইপিসিসি তিন বছর কাজ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত একটি রিপোর্ট রাষ্ট্রপুঞ্জ জমা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইন্টেন্সিটি অফ সাইক্লোন বাড়ছে। এবং শেষ পাঁচ বছরের হিসেবে সংখ্যাও বাড়ছে ঝড়ের। দক্ষিণ চব্বিশ পরগণা এমন একটি জেলা সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি সাইক্লোন যে জেলায় আঘাত করেছে। আইপিসিসির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ২০৫০ সালের মধ্যে কলকাতা সহ বিশ্বের ২০ টি শহর ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে। রিপোর্টে আরো বলা হয়েছে জলবায়ু পরিবর্নে অধিক মাত্রায় হিমবাহ গলে যাওয়ার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতেও বাড়তে পারে জলস্তর। আবহাওয়া বিশেষজ্ঞ সুজীব কর জানিয়েছেন, “উত্তরের নদীগুলি হিমবাহে পুষ্ট হওয়ার ফলে সারাবছর নদীতে জল থাকে। হিমবাহ গলে গেলে সারাবছর জলের অভাব পরিলক্ষিত হবে। ফলে পাহাড়ের বাস্তুতন্ত্রের ওপর ভয়ানক ঋণাত্মক প্রভাব পড়বে। এমনকি ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় বাড়তে পারে।