গ্রিনল্যান্ডে আছড়ে পড়ল‌ গ্রহাণু

গ্রিনল্যান্ডে আছড়ে পড়ল‌ গ্রহাণু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ মার্চ, ২০২২

মার্কিন স্পেস এজেন্সি নাসা জানিয়েছিল যে পৃথিবীর খুব কাছ দিয়েই যাবে মোট চারটি গ্রহাণু। তবে এর মধ্যে তিনটি গ্রহাণু পৃথিবীর পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও একটি গ্রহাণু আছড়ে পড়েছে পৃথিবীর বুকে। ১১ মার্চ এই গ্রহাণু ধাক্কা দিয়েছে পৃথিবীকে এবং সম্ভব আছড়ে পড়েছে গ্রিনল্যান্ডে। তবে মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি এই গ্রহাণুর আঘাতে। এর আগে শোনা গিয়েছিল পৃথিবী থেকে মাত্র ২৮৯০ কিলোমিটার দূর দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু মাধ্যাকর্ষণ টানের কারণে, নিজের গতিপথ পরিবর্তন করে সরাসরি পৃথিবীকে ধাক্কা মেরেছে এই গ্রহাণু। তবে গ্রিনল্যান্ডে এই গ্রহাণু আছড়ে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই বৈজ্ঞানিকরা বলে থাকেন যে পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু থেকে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। এক্ষেত্রেও জ্যোতির্বিজ্ঞানীদের তেমনটাই অনুমান ছিল। তবে পৃথিবীতে আছড়ে পড়ার পর সত্যিই বোঝা যাচ্ছে যে এইসব গ্রহাণুরা যদি কোনওভাবে নিজেদের গতিপথ পরিবর্তন করে পৃথিবীর বেশি কাছে চলে আসে তাহলে যথেষ্টই আতঙ্কের কারণ রয়েছে। কারণ পৃথিবীর বুকে সজোরে আছড়ে পড়তে পারে এই সমস্ত দিকভ্রষ্ট গ্রহাণু। আর সেগুলো ক্ষয়ক্ষতির সম্ভাবনাময় গ্রহাণু হয়, তাহলে তো কথাই নেই। যে চারটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল সেগুলিকে পর্যবেক্ষণ করেছিল নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি। এর আওতায় কাজ করে প্ল্যানেটরি ডিফেন্স কো-অর্ডিনেশন অফিস কাজ করে। এই দুই সংগঠন একত্রে হাজার হাজার গ্রহাণু পর্যবেক্ষণ করে এবং তাদের থেকে রিয়েল-টাইমে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কেমন তা খতিয়ে দেখে। গত ১১ মার্চ পর্যবেক্ষণ করে দেখা গিয়েছিল যে চারটি গ্রহাণুর মধ্যে তিনটি গ্রহাণুর থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =