বিশ্ব উষ্ণায়ন কমাতে প্রয়োজন এইচএফসি বন্ধের

বিশ্ব উষ্ণায়ন কমাতে প্রয়োজন এইচএফসি বন্ধের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ মার্চ, ২০২২

ঘরে ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন, রেফ্রিজারেটরের ব্যবহার। রেফ্রিজারেটর আবিষ্কার হয়েছে ১৮৩৪-এ। শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন আবিষ্কৃত হয়েছে ১৯০২-এ। রেফ্রিজারেটর ব্যবহার হচ্ছে ১৮৮ বছর ধরে। শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন ব্যবহার হচ্ছে ১২০ বছর ধরে। আপনার ঘর ঠাণ্ডা হছে, প্রবল গ্রীস্মেও খাবার নষ্ট হচ্ছে না। কিন্তু সাধারণ মানুষের কি জানা আছে যে এই মেশিন বিশ্ব উষ্ণায়নে কী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং নিচ্ছে! এই দুই মেশিন চললে একটি রাসয়নিক গ্যাস বেরতে থাকে। তার নাম এইচএফসি বা হাইড্রোফ্লুরোকার্বন। যার নিঃসরণে পরিবেশ, আবহাওয়ার তাপমাত্রা বাড়তে থাকে। বিজ্ঞানীদের দাবি, গ্রিনহাউস গ্যাসের মধ্যে এইচএফসি অন্যতম এবং এইচএফসি-র সাহায্য নেওয়া বন্ধ করতে না পারলে বিশ্বের উষ্ণায়ন কমানো প্রায় অসম্ভব হয়ে পড়বে অদূর ভবিষ্যতে। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচারে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, এইচএফসি-র পরিবর্ত হিসেবে অ্যামোনিয়া সিও-২ বা প্রিপেনের মত গ্যাস ব্যবহার করা যেতে পারে রেফ্রিজারেটর বা শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন তৈরিতে। এই গ্যাসগুলির নির্গমন এইচএফসি-র মত আবহাওয়ার তাপমাত্রা বাড়ায় না।