এই গ্রহের জীববৈচিত্র্য বাঁচাতে উদ্যোগ রাষ্ট্রপুঞ্জের

এই গ্রহের জীববৈচিত্র্য বাঁচাতে উদ্যোগ রাষ্ট্রপুঞ্জের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ মার্চ, ২০২২

করোনা ভাইরাসের মত আরও মারণ ভাইরাসে মারা যাবে মানুষ। আগামীদিনে আরও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পড়তে হবে মানুষকে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের অন্তর্ভূক্ত প্রাণীবিজ্ঞানী ও পরিবেশবিদদের দাবি, পৃথিবীর জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে বলেই মানুষকে নানারকমের মারণ ব্যধি আরও প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতে হচ্ছে এবং ভবিষ্যতে আক্রান্ত হওয়ার তীব্রতা আরও বাড়বে। তাই সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে বিশ্বের ১৯০টা দেশ মৌখিকভাবে সম্মত হল যেভাবেই হোক পৃথিবীর জীববৈচিত্র্যকে বাঁচাতে হবে, আরও ধ্বংস যেন না হয়। আগামী কয়েক মাসের মধ্যে চিনের কুমনিং-এ এই ১৯০টা দেশের প্রতিনিধির কাগজ কলম নিয়ে বসার কথা। চুক্তি করার কথা এই বিষয়ে। বিজ্ঞানীরা এ-ও জানিয়েছেন যে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার নেপথ্যে রয়েছে কিন্তু সেই মানুষই। কারণ জীববৈচিত্র্য শেষ হয়ে যাওয়ার পেছনের অন্যতম কারণ বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদ ধ্বংস করা। যা মানুষ বহুবছর ধরে নিজেদের স্বার্থপূরণে করে আসছে। কুমনিং-এ ১৯০টা দেশের প্রতিনিধিরা আলোচনায় বসে চুক্তি করবেন যে, মানুষের বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকূল ধ্বংস করে দেওয়া যেভাবেই হোক বন্ধ করতে হবে। সম্প্রতি হয়ে যাওয়া মৌখিক আলোচনায় কনভেনশনের সচিব এলিজাবেথ মারুমার দাবি, এই কাজের জন্য সমস্ত দেশের উদ্যোগে বছরে অন্তত ৫০০ বিলিয়ন ডলারের ফান্ড তৈরি করা হবে।