নিউজিল্যান্ডের ‘ডেথ ট্র্যাপ’ মৃত তিমির সারি

নিউজিল্যান্ডের ‘ডেথ ট্র্যাপ’ মৃত তিমির সারি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ মার্চ, ২০২২

নিউজিল্যান্ডে তিমিদের গণ-মরণ! সমুদ্র সৈকতের কয়েক কিলোমিটার জুড়ে পড়ে আছে কাতারে কাতারে মৃত তিমি। এই সৈকত ‘ডেথ ট্র্যাপ’ (মৃত্যু ফাঁদ) নামে পরিচিত। এখনও পর্যন্ত দু’ডজনেরও বেশি তিমির মৃত্যু হয়েছে এখানে। সংখ্যা আরও বা়ড়তে পারে বলে আশঙ্কা।
নিউজিল্যান্ডের ‘ডিপার্টমেন্ট অব কনজার্ভেশন’ সূত্রে খবর, এখনও পর্যন্ত ‘ডেথ ট্র্যাপ’-এ ২৯টি অতিকায় তিমির মৃত্যু হয়েছে। কিন্তু কেন একসঙ্গে এত তিমির মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রচলিত জনশ্রুতি, এই সমুদ্র সৈকত আসলে জলচরদের কাছে মৃত্যুফাঁদ।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, তিনটি তিমি সৈকতে ছটফট করছে দেখে স্থানীয়েরা তাদের সমুদ্রে ছেড়ে দিয়ে আসেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যে তিনটি তিমিই পারের কাছে এসে ছটফট করতে করতে মারা যায়। কেন এমন হচ্ছে, বুঝে উঠতে পারছেন না।