মঙ্গলে উড়বে হেলিকপ্টার

মঙ্গলে উড়বে হেলিকপ্টার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ মার্চ, ২০২২

আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত মঙ্গলগ্রহে  উড়বে নাসার  পাঠানো মার্স হেলিকপ্টার Ingenuity। ভবিষ্যতে মঙ্গলগ্রহে অভিযান হলে কোন কোন জায়গায় মহাকাশযান অবতরণ করানো যেতে পারে, আপাতত সেই বিষয়েই পর্যবেক্ষণ চালাবে মার্কিন স্পেস এজেন্সির মার্স হেলিকপ্টার Ingenuity। সম্প্রতি এমনটাই জানিয়েছেন বৈজ্ঞানিকরা। পৃথিবীর বাইরে অন্য গ্রহে যে কোনও হেলিকপ্টার উড়তে পারে, বছর খানেক আগেই এ ব্যাপারে কারও ধারণাই ছিল না। তবে অসাধ্যসাধন করেছে নাসা। মঙ্গলের বুকে Ingenuity হেলিকপ্টার পাঠিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীর বাইরে অন্য গ্রহের হেলিকপ্টারের উড়ান সম্ভব। লালগ্রহের অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলে ইতিমধ্যেই ২১টি উড়ান সম্পন্ন করে ফেলেছে এই মার্স হেলিকপ্টার। হিমশীতল রাত, রুক্ষ পাথুরে প্রকৃতি— সব মিলিয়ে মঙ্গলের বুকে Ingenuity- র টিকে থাকা মোটেই সহজ কাজ ছিল না। তবে সফল হয়েছেন নাসার বিজ্ঞানীরা। পারসিভের‍্যান্স রোভারে করে মঙ্গলে পাঠানো Ingenuity হেলিকপ্টার শুধু লালগ্রহের বুকে টিকেই থাকেনি, সেই সঙ্গে সফলভাবে উড়ানও সম্পন্ন করেছে।