রাশিয়ার একলা চল রে

রাশিয়ার একলা চল রে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মার্চ, ২০২২

একাই মঙ্গলগ্রহে এক্সোমার্স (ExoMars Mission) অভিযান চালাবে রাশিয়া (Russia)। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার সঙ্গে এই যৌথ মিশন আপাতভাবে স্থগিত করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA)। আর তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার স্পেস এজেন্সি রসকমস (Rosocmos), যে এবার মঙ্গলগ্রহে এককভাবেই এক্সোমার্স অভিযান চালাবে রাশিয়া। মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েই যৌথ এক্সোমার্স অভিযান স্থগিত করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি বা ইএসএ। এই এক্সোমার্স অভিযান চলতি বছরের শেষের দিকে ইউরোপের তৈরি রোভারকে লালগ্রহে পৌঁছনোর জন্য ব্যবহার করার কথা ছিল একটি রাশিয়ান রকেট। তবে যৌথ অভিযান আপাতত স্থগিত হয়েছে। আর রাশিয়ার স্পেস এজেন্সির রসকমসের প্রধান Dmitry Rogozin জানিয়েছেন যে, আগামী দিনে মঙ্গলগ্রহে অভিযানের কাজকর্ম শুরু করভে তাঁর দেশে। এর থেকেই বোঝা গিয়েছে যে এককভাবেই মঙ্গলে এক্সোমার্স অভিযান চালাবে রাশিয়া।