জেমস ওয়েব টেলিস্কোপের চমক

জেমস ওয়েব টেলিস্কোপের চমক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ মার্চ, ২০২২

মহাকাশ গবেষণায় নতুন চমক দিল গত ডিসেম্বরে মহাকাশে পাড়ি দেওয়া উচ্চপ্রযুক্তি সম্পন্ন জেমস ওয়েব টেলিস্কোপ। এই টেলিস্কোপের পাঠানো একটি সাম্প্রতিক নক্ষত্রের ছবিতে দেখা গিয়েছে এক হাজার ছায়াপথের। নক্ষত্রটির নাম এইচ.ডি ৮৪৪০৬। একটি সিঙ্গল ফ্রেমের ছবিতে এতগুলি ছায়াপথকে ধরেই জেমস ওয়েব টেলিস্কোপের চমক। তবে ছবিটির বৈজ্ঞানিক কোনও পরীক্ষা হয়নি। জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি করা হয়েছে ১০ বিলিয়ন ডলার। অত্যাধুনিক প্রযুক্তি-সহ প্রবল শক্তিশালী এই টেলিস্কোপ বানানোয় উদ্যোগ নিয়েছে নাআ, ইউরোপীয় স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। পৃথিবীর ১০ থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে জেমস ওয়েব। তিন দশক ধরে মহাকাশে থেকে প্রায় অপরিহার্য হয়ে উঠেছিল হাবল স্পেস টেলিস্কোপ। তাই জেমস ওয়েব টেলিস্কোপের ওপর আশা জ্যোর্তিবিজ্ঞানীদের। এই টেলিস্কোপ আকারে এত বড় যে তাকে চালু করে মহাকাশে পাঠানো সম্ভব ছিল না। তাই মহাকাশে নিজের অবস্থানে পৌঁছনোর পরই জেমস ওয়েবকে কর্মক্ষম করে তোলা হয়েছে।