বিলুপ্তপ্রায় গণ্ডারের নাম বিপন্ন কিয়েভের নামে!

বিলুপ্তপ্রায় গণ্ডারের নাম বিপন্ন কিয়েভের নামে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ মার্চ, ২০২২

গত ৪ মার্চ চেক প্রজাতন্ত্রের উত্তর চেকিয়ার ডোভার ক্রালভ চিড়িয়াখানায় জন্ম নিল বিলুপ্তপ্রায় পূর্বাঞ্চলীয় কৃষ্ণাঙ্গ প্রজাতির একটি দুই শৃঙ্গ গণ্ডার শাবক। এতদিন তার কোনও নাম রাখা হয়নি। কিন্ত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রশিয়া যুদ্ধ শুরু করার পর রুশ আগ্রাসনের প্রতিবাদে চেক সরকার বিলুপ্তপ্রায় ওই গণ্ডারের নাম রেখেছে যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়া ইউক্রেনের রাজধানী ‘কিয়েভের’ নামে! পূর্বাঞ্চলীয় কৃষ্ণাঙ্গ প্রজাতির এই গণ্ডারের সংখ্যা ১৯৭০-এ ছিল প্রায় ৭০ হাজার। আজ, সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮০০-তে! মাত্রাহীন শিকারই এই গণ্ডার প্রজাতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে। ১৯৭১ থেকে চেক প্রজাতন্ত্র কৃষ্ণাঙ্গ গণ্ডার সংরক্ষণের আলাদাভাবে উদ্যোগ নিয়েছে। যার প্রতিফলন গত ৫১ বছরে ডোভার ক্রালভ চিড়িয়াখানায় জন্মেছে ৪৭টি পূর্বাঞ্চলীয় কৃষ্ণাঙ্গ প্রজাতির গণ্ডার। আর কিয়েভের জন্ম হল চার বছর পর!