মেরুপ্রদেশেও তাপপ্রবাহ!

মেরুপ্রদেশেও তাপপ্রবাহ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ মার্চ, ২০২২

অ্যান্টার্কটিকা এবং আর্কটিক অঞ্চল। চিরতুষারের দেশ বলেই পৃথিবী জানে এদের। তারাও তাপ প্রবাহে আক্রান্ত! সাম্প্রতিক একটি গবেষণায় জানা গিয়েছে গত এক বছরে অ্যান্টার্কটিকার বহু অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গিয়েছিল। উত্তরমেরুতেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৩০ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত বছরের শেষ দিকে এই তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে এবং গবেষকরা এর জন্য বিশ্ব উষ্ণায়নকেই প্রধান ভিলেন বলে দায়ী করছেন। গবেষকদের আরও দাবি, সাম্প্রতিক সময়ে ওজোনের স্তরে বড় কোনও পরিবর্তন সেভাবে লক্ষ করা যায়নি। তাদের মতে অনিয়ন্ত্রিত কার্বন নির্গমন এবং সেই কারণে জলবায়ুর চরম উষ্ণ হয়ে ওঠাই মেরুপ্রদেশে তাপ প্রবাহের মূল কারণ।