হোয়াটস্যাপের চমক!

হোয়াটস্যাপের চমক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ মার্চ, ২০২২

পরীক্ষা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার এক নতুন ভার্সন আনছে হোয়াটসঅ্যাপ। এর জন্য আপডেট দেওয়াও শুরু হয়েছে। এর ফলে মোবাইলের পাশাপাশি মোট ৪টি ডিভাইসে হোয়াটস্যাপ ব্যবহার করা যাবে। ল্যাপটপে ব্যবহার করতে গেলে এখন থেকে আর বারবার আর লগ ইন করতে হবে না। পাশাপাশি মোট ৪টি ডিবিইসে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।
এতদিন পর্যন্ত যে কোনও একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা যেত। এবার তা বেড়ে হচ্ছে ৪টি। এবার ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলে অন্য ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ চালু থাকবে। অর্থাত্ এতদিন কোনও একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকতে গেলে ফোনে নেট কানেকশন থাকতে হত। এবার তা না থাকলেও চলবে। তবে টানা ১৪ দিন ফোন অফলাইন থাকলে ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে।