সাজানো বাগান হারিয়ে যাচ্ছে ব্রিটেনে

সাজানো বাগান হারিয়ে যাচ্ছে ব্রিটেনে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ মার্চ, ২০২২

বসন্তকাল এবং সেই সময়ের ফুলের সমারোহ ও চোখধাঁধানো রং ব্রিটেনের মনুষ্যসমাজের কাছে রূপকথার মত। যুগ যুগ ধরে মানুষ, সে বিদেশি হোক বা ব্রিটেনের-বসন্তকাল জুড়ে সে থাকতে চায় ব্রিটেনে। নয় ইংল্যান্ডে, নয় ওয়েলসে বা আয়ার্ল্যান্ড বা স্কটল্যান্ডে। ব্রিটিশদের কাছে ‘স্প্রিং’ সবসময়ই বিশেষ একটা সময়। কিন্তু বসন্তে চোখধাঁধানো ফুলের সমারোহ হত কীভাবে? মূলত বাগানের জন্য। ব্রিটেনের প্রত্যেকটি শহরে এক বিশাল অংশ ঢাকা থাকত বাগানে। যে বাগানগুলোয় নানারকমের ফুলের বাহারের পাশে থাকত নানারকমের উদ্ভিদ ও মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন প্রজাতির পাখি, বাদুড়দের অবাধ বিচরণ। ব্রিটেনের ন্যাশনাল ট্রাস্ট এক সাম্প্রতিক গবেষণা করে জানিয়েছে সেই সাজানো বাগান শুকিয়ে যাচ্ছে। যাচ্ছে নয়, ইতিমধ্যে গিয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে শতবর্ষ পার করে যে ঐতিহ্যের বাগানগুলো ছিল তার ৮১ শতাংশ ধ্বংস করে ফেলা হয়েছে! ন্যাশনাল ট্রাস্টের দেওয়া হিসেবে মোট ১ লক্ষ ৯৪ হাজার ৯০০ একর জমি আজ বাগানহীন! পুরোটাই নগরায়নের প্রতিফলন! এই দুটো প্রদেশেই হালআমলে যে বাগানগুলো স্থাপন করা হয়েছিল তার মধ্যেও ৫৬ শতাংশ বাগান আজ আর নেই। ১ লক্ষ ৬ হাজার ২০০ একর জমি খালি হয়ে গিয়েছে নগরায়নে। একমাত্র কেন্ট এখনও ব্যতিক্রমী হয়ে আছে যেখানে ১০০ বছরের পুরনো বাগানও রয়েছে। ন্যাশনাল ট্রাস্টের এই রিপোর্টের পরই নড়েচড়ে বসেছে সরকার।