বৃহস্পতিতে পিৎজার মতো ঝড়

বৃহস্পতিতে পিৎজার মতো ঝড়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ মার্চ, ২০২২

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান জুনো বৃহস্পতি গ্রহের অরবিটে প্রদক্ষিণ করছে এই মুহুর্তে৷ জুনো সম্প্রতি বৃহস্পতির উত্তর মেরুতে পেপেরনি ঝড় বা পেপেরনি স্ট্রর্ম দেখতে পেয়েছে। সে ভিডিও এসেছে প্রকাশ্যে। নাসার সৌজন্যে। ঝড়ের যে ছবি প্রকাশ্যে এনেছে নাসা তা দেখতেও দূর থেকে ঠিক পিৎজার মতো লাগছে। কিন্তু ঝড়ের সাথে পিৎজার মিল কোথায়? ঝড়ের যে ছবি নাসা তাদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পিৎজার আকারের বস্তু ওপরে যেন গাঢ় লাল রঙের পেপেরনি। আর চারদিকে লালচে হলুদ আভা। আসলে বৃহস্পতি গ্রহের উত্তর মেরুতে ওঠা ঝড়ের তীব্রতা বোঝা গিয়েছে লাল ও হলুদ রঙের আভায়। এই দুই রঙের সাথে ঝড়ের খুবই নিবিড় সম্পর্ক রয়েছে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা৷ ছবিটি প্রকৃতপক্ষে বৃহস্পতির উত্তর মেরুর একটি ইনফ্রারেড ইমেজ। সেজন্যেই ঐ রঙের খেলা দেখা গিয়েছে ছবিতে৷ যে হলুদ অংশ দেখা যাচ্ছে তা বৃহস্পতির বায়ুমন্ডলের গভীর এবং উষ্ণ এলাকা। লালচে রঙের অংশগুলি বৃহস্পতির বায়ুমন্ডলের উচ্চতর অংশ এবং যে অঞ্চল স্বাভাবিক ভাবেই শীতল। জানা গেছে ২০১৭ সালের ৩ রা ফেব্রুয়ারী জুনো বৃহস্পতির পাশ দিয়ে প্রদক্ষিন করার সময় তুলেছিল এই ছবিটি। আর কিছুদিন আগে ‘ন্যাশানাল পিৎজা ডে’ এই ছবিটি প্রকাশ্যে আনে নাসা।