রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সার্ন

রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সার্ন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ মার্চ, ২০২২

ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বিশ্বের কণাপদার্থ বিজ্ঞান গবেষণার শীর্ষ সংস্থা সার্ন। তাদের কাউন্সিলের বৈঠকে রাশিয়া এবং বেলারুশের যে কোনও বিজ্ঞান গবেষণা বা বিজ্ঞান সম্পর্কিত কোনও প্রকল্পকে স্বীকৃতি দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সার্ন। যার মানে রাশিয়া এবং বেলারুশের বিজ্ঞানীদের যাবতীয় গবেষণাকে বয়কট করা হবে এবার থেকে। জেনিভার কাছে ফ্রান্স ও সুইৎজারল্যান্ডের সীমান্তে মাটির প্রায় ৬০০ ফুট নীচে সার্নের সদর দফতর। সেখানেই ২৭ কিলোমিটার পরিধি নিয়ে রয়েছে বিশ্বের বৃহত্তম বৃত্তাকার কণা ত্বরায়ক যন্ত্র এলএইচসি। এই যন্ত্রেই ১০ বছর আগে প্রথম আবিষ্কার হয়েছিল ইশ্বরকণা বা ‘বোসন’ (এর নামকরণের সঙ্গে জড়িয়ে সত্যেন্দ্রনাথ বসুর নাম)। তারপরও বহু অবিশ্বাস্য আবিষ্কারের সাক্ষী সার্ন। তবে, সার্নের কঠোর পদক্ষেপের পাশাপাশি, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও এখনও তাদের চুড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। যদিও রসকমোস জানিয়েছে তারা মহাকাশেও নাসার সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না।