৬ ঘন্টার মধ্যে ৪০ হাজার রাসায়নিক অস্ত্র তৈরি!

৬ ঘন্টার মধ্যে ৪০ হাজার রাসায়নিক অস্ত্র তৈরি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ মার্চ, ২০২২

লন্ডনের কিংস কলেজ এবং দু’টি ওষুধ নির্মাতা সংস্থার যৌথ উদ্যোগে একটি সাম্প্রতিক গবেষণা। প্রকাশিত হয়েছে নেচার মেশিন ইন্টেলিজেন্সে। প্রবল আশঙ্কাজনক এক তথ্য বেরিয়ে এসেছে এই গবেষণায়। কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) প্রয়োগে ৬ ঘন্টায় বানিয়ে ফেলা যায় ৪০ হাজার রাসায়নিক অস্ত্র! গবেষকরা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে দেখতে চেয়েছিলেন বাজারের প্রচলিত ওষুধগুলোকে কোভিডের মত নতুন ধরণের সংক্রমণ প্রতিরোধে কাজে লাগানো যায় কি না। সেই গবেষণা করতে গিয়েই আশঙ্কাজনক এই তথ্য বেরিয়ে এল। গবেষকদের দুশ্চিন্তা, যে নতুন ফিচারের সহাতায় এই দুষ্কর্মটি করা যায় সেটি ৬ ঘন্টা চালু থাকলেই যুদ্ধবাজ বা হ্যাকাররা ভয়ঙ্কর এই কাজটি করে ফেলবে।