সূর্য আর চাঁদের দিকে হাত বাড়াচ্ছে ভারত

সূর্য আর চাঁদের দিকে হাত বাড়াচ্ছে ভারত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ এপ্রিল, ২০২২

চলতি বছরে সূর্য ও চাঁদের অভিযানে মহাকাশ যান পাঠাচ্ছে ভারত। ভারতের প্রথম সৌর অভিযানে পাঠানো হচ্ছে মহাকাশযান ‘আদিত্য এলওয়ান’। আর ফের চাঁদের মাটি ছোঁয়ার বাসনা নিয়ে রওনা হবে চন্দ্রযান-৩। মহাকাশে যারা ভারতের এই দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযানকে শুরু থেকে শেষ পর্যন্ত নজরে রাখবে সেই ‘ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)’-র তরফে এ খবর দেওয়া হয়েছে। এসা জানিয়েছে, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, স্পেনে বসানো তাদের ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনাগুলির মাধ্যমে মহাকাশে এই দু’টি মহাকাশযানের অভিযানের প্রতিটি মুহূর্তের উপর নজর রাখা হবে। নজর রাখা হবে তাদের গতিবিধির উপর। কখন কোন সময়ে মহাকাশযানগুলিকে কী গতিবেগে ছোটাতে হবে কোন পথ ধরে কী ভাবে পৌঁছতে হবে নির্ভুল গন্তব্যে, তা আগাম জানিয়ে দেবে এই ডিপ স্পেস নেটওয়ার্কই। শুধু তা-ই নয়, মহাকাশ থেকে এই দুটি মহাকাশযানের পাঠানো যাবতীয় তথ্য, ছবি ও সিগন্যাল যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারে গ্রাউন্ড কন্ট্রোলে তার উপরেও নজর রাখবে ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনাগুলি। এ ব্যাপারে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র সঙ্গে এসা-র চুক্তি হয়েছে। এসা-র তরফে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির মাস অগস্টেই চন্দ্রযান-৩ উৎক্ষেপণের কথা ভেবে রেখেছে ইসরো। আর ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য এলওয়ান-এর উৎক্ষেপণ হওয়ার কথা এ বছরের অক্টোবর কি নভেম্বরে। এসা-র সার্ভিস ম্যানেজার এবং ইসরো-র তরফে এসা-র লিয়াঁজো অফিসার রমেশ চেল্লাথুরাই বলেছেন, ‘‘এই নজরদারি ছাড়া মহাকাশে কোনও লক্ষ্যেই নির্ভুল ভাবে পৌঁছনো সম্ভব হয় না কোনও মহাকাশযানের।’’ ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২ মহাকাশযান। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর। সেই অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে।