দাবানলে ছাই আউশগ্রামের ১৬ হেক্টর জমি, বিপন্ন প্রাণীরা

দাবানলে ছাই আউশগ্রামের ১৬ হেক্টর জমি, বিপন্ন প্রাণীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ এপ্রিল, ২০২২

পুরুলিয়ার জয়চণ্ডী ও গড়পঞ্চকোট পাহাড়ের পর এবার দাবানলের গ্রাসে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিস্তীর্ণ বনাঞ্চল। রবিবার থেকে এই আগুন জ্বলছে। এখনও পর্যন্ত পাওয়া খবর, পুড়ে ছাই হয়ে গিয়েছে বনভূমির ১৬ হেক্টর অঞ্চল। গাছপালার পাশাপাশি আতঙ্কিত এই বনভূমিতে থাকা ময়ুর, খরগোশ, বিভিন্ন ধরণের সাপ, বনবিড়াল, সজারু, প্যাঙ্গোলিন, এমনকী, এই জঙ্গলে থাকা ইন্ডিয়ান উলফ বা হেঁড়লের মত প্রাণীরাও। তারাও মরীয়া দাবানল থেকে বেরনোর। এখনও পর্যন্ত অবশ্য কোনও প্রাণীর মৃত্যুর খবর বনদফতরের কাছে নেই।
জঙ্গলের ভেতর লাগা আগুনের প্রথম ছবি দেখতে পায় বনবিভাগের স্যাটেলাইট। তারপর সেই খবর জানতে পারে পূর্ব বর্ধমানের বন দফতর। জেলার আধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, আউশগ্রামের আদুরিয়া বিট এলাকার কয়েকটি গ্রামে পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়। নিশাদেবী আরও জানিয়েছেন, আগুন কীভাবে লাগল সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দমকল বিভাগ ও বন দফতরের করমীদের অক্লান্ত চেষ্টায় মঙ্গলবার থেকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =