ভারতে শুরু হিটওয়েভের ধাক্কা

ভারতে শুরু হিটওয়েভের ধাক্কা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ এপ্রিল, ২০২২

ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানিয়ে দিল চলতি সপ্তাহেই উত্তর-পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারত জুড়ে হিটওয়েভ বা প্রবল তাপপ্রবাহ চলতে থাকবে। আইএমডি-র তরফে জানানো হয়েছে আগামী তিন চারদিনের মধ্যে মধ্য ও পূর্ব ভারত জুড়ে সর্বোচ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা। আর তারই জেরে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে, রাজস্থান এবং মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল জুড়ে শুরু হয়ে গিয়েছে হিটওয়েভ। এই অঞ্চলগুলোয় গড় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। আইএমডি-র তরফে জানানো হয়েছে, ভারতে সমতল অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছলে আর পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তখন সেটা হিটওয়েভের অন্তর্ভূক্ত করা হয়। এছাড়াও কোনও অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ থেকে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে তখনও আইএমডি-র তরফে বলা হয় সেই অঞ্চলে হিটওয়েভ চলার প্রবল সম্ভাবনা। উপকূলবর্তী অঞ্চলে অবশ্য সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪.৫ ডিগ্রি বাড়লেই সেখানে হিটওয়েভ চলার প্রবল সম্ভাবনা।