হাবল টেলিস্কোপে ধরা পড়ল প্রাচীনতম তারার ছবি

হাবল টেলিস্কোপে ধরা পড়ল প্রাচীনতম তারার ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ এপ্রিল, ২০২২

মহাকাশে থাকা গত তিন দশক ধরে থাকা নাসার হাবল টেলিস্কোপে ধরা পড়েছে ১৪০০ কোটি বছর আগের বিগ ব্যাং বা মহা বিস্ফোরণের পর প্রথম যে তারাগুলির জন্ম হয়েছিল তাদের একটির ছবি। নাম ইয়ারেন্ডেল। যার মানে ভোরের তারা। নেচার বিজ্ঞান গবেষণা পত্রিকায় এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, এই তারাটির জন্ম হয়েছিল বিগ ব্যাং-এর পরের ৯০ কোটি বছরের মধ্যে। যখন ব্রক্ষ্মান্ডে জমাট অন্ধকার ভেদ করে ভোরের আলো ফুটেছে সেই সময়। সদ্য আবিষ্কৃত নক্ষত্রটি এখন সৌরমণ্ডল থেকে ২ হাজার ৮০০ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে।