রাতের আকাশে আলোর ঝলক

রাতের আকাশে আলোর ঝলক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ এপ্রিল, ২০২২

মহারাষ্ট্রের বেশ কিছু অংশে শনিবার ২ এপ্রিল রাতে দেখা গিয়েছে এক উজ্জ্বল আলোর ঝলক। জেট প্লেন গেলে যেরকম সাদা ধোঁয়ার একটা লাইন আকাশে তৈরি হয়, অনেকটা সেই রকম উজ্জ্বল আলোর লাইন বা স্ট্রেক দেখা গিয়েছিল। সাদা চোখে এ দৃশ্য দেখে অনেকেই অনুমান করেছিলেন হয়তো উল্কাপাত হচ্ছে। কারণ উল্কাপাত বা উল্কাবৃষ্টির সময় এমনটা হতে দেখা যায়। কিন্তু পর জানা গিয়েছে এই উজ্জ্বল রেখার উৎস আসলে অন্য। এক মার্কিন বিজ্ঞানীর মতে এই আলোকরেখার সৃষ্টি হয়েছে রকেটের অবশিষ্টাংশ থেকে। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়েছিল এই চিনা রকেটের অংশবিশেষ। পৃথিবীর বায়ুমণ্ডলে ওই চিনা রকেটের অবশিষ্ট অংশ প্রবেশ করার পর তা বায়ুমণ্ডলের সঙ্গে তীব্র গতিতে সংঘর্ষের ফলে জ্বলে উঠেছিল। আর সেখান থেকেই তৈরি হয়েছিল ওই উজ্জ্বল আলোর রেখা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গত বছর অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চিনের Chang Zheng 5B রকেট লঞ্চ করা হয়েছিল। শনিবার সেই রকেটেই ঢুকে পড়েছিল বলা ভাল মহাকাশ থেকে ফিরে এসেছিল পৃথিবীর বায়ুমণ্ডলে। তারপর তা জ্বলে উঠেছিল। আর সেটাই মহারাষ্ট্রের বিভিন্ন অংশে রাতের আকাশে দেখা গিয়েছে। ওই রকেট মহাকাশ থেকে পৃথিবীতে পুনরায় ফিরে আসার সময়েই তার বেশিরভাগ অবশিষ্টাংশ জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। আর এর থেকে কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনাও নেই।