যুদ্ধের মধ্যেই রুশ মহাকাশযানে মার্কিন নভোশ্চর

যুদ্ধের মধ্যেই রুশ মহাকাশযানে মার্কিন নভোশ্চর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ এপ্রিল, ২০২২

একবছরের বেশি সময় তিনি ছিলেন মহাকাশে। পৃথিবীকে চক্কর কেটেছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশিবার। তার মহাকাশে থাকার মোট দিন ৫২৩। মার্কিন নভোশ্চর হয়ে এটা সর্বকালীন এক কীর্তি। কিন্তু তারপরেও মার্কিন এই নভোশ্চর মার্ক ভান্দে হেইকে নিয়ে চর্চা হচ্ছে অন্য এক কারণে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে মার্ক মহাকাশ থেকে ফিরছেন রুশ মহাকাশযানে চেপে। এমন এক অস্থির সময়ে যখন রাশিয়ার ওপর মার্কিন সরকার সমস্তরকমের নিষেধাজ্ঞা জারি করেছে। গতবছরের এপ্রিলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন মার্ক। এবারের সফরে সবমিলিয়ে তার সাড়ে তিনশো দিন মহাকাশে থাকা। আর এই সময়ের মধ্যে পৃথিবীকে তিনি প্রদক্ষিণ করেছেন ৫ হাজার ৬৮০ বার। দূরত্বের হিসেবে মোট ২৪ কোটি কিলোমিটার! এবার তিনি ঘরে ফিরছেন। তার সঙ্গেও রয়েছে দু’জন রুশ নভোশ্চর, অ্যান্টন স্কাপলেরভ ও পিত্র দুবরভ।