ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ এপ্রিল, ২০২২

উচ্চগতির টার্গেটে আঘাত করা যাবে এরকম মধ্যম মানের দুটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। গত মাসের শেষ সপ্তাহে। একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে চাঁদিপুর থেকে। অন্যটি বালেশ্বর থেকে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, দুটি ক্ষেপণাস্ত্রই সফল হয়েছে তাদের লক্ষ্যপূরণে। সম্প্রতি একাধিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উতক্ষেপণ হয়েছে আন্দামান ও নিকোবরে। তারপর একঅত্যাধুনিক প্রযুক্তির ব্রক্ষ্মস সুপারসনিক মিসাইলের উৎক্ষেপণ বালেশ্বর থেকে হয়েছিল। এর মধ্যে ভারতীয় নৌবাহিনী আরও একটি ব্রক্ষ্মস সুপারসনিক মিসাইলের উৎক্ষেপণ করেছিল। এই মিসাইলটি সমুদ্রযুদ্ধে পারদর্শী। শত্রুপক্ষের সাবমেরিন বা জাহাজে নির্ভুল নিশানায় ল্যান্ড করতে পারে এই মিসাইল।