বাঙালির আবিষ্কৃত যন্ত্রে ভাইরাস বধ হচ্ছে!

বাঙালির আবিষ্কৃত যন্ত্রে ভাইরাস বধ হচ্ছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ এপ্রিল, ২০২২

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, বিজ্ঞানী শক্তিব্রত দাশগুপ্ত। করোনা ভাইরাসের যুগে তার এক সাম্প্রতিক আবিষ্কার সোরগোল ফেলে দিয়েছে দেশের এবং বিদেশের বৈজ্ঞানিক মহলে। একটি যন্ত্র আবিষ্কার করেছেন তিনি। ১০০ বর্গফুটের একটি ঘরের কোণে ছোট্ট ডিভাইসটি রেখে চালিয়ে দিলে সেখান থেকে বেরিয়ে আসা বায়ো-অক্সিজেন প্লাজমায় মেরে দিছে করোনার ভাইরাস সহ অন্যান্য ভাইরাস এবং ব্যাকটিরিয়াও! এছাড়াও তার আবিষ্কৃত যন্ত্রে আরও কাজ হচ্ছে। বন্ধ থাকা ঘরে কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন-ডাই অক্সাইডের তৈরি করা দূষণ কমিয়ে অক্সিজেনের পরিমাণ বড়িয়ে দেয়। বাতাসে থাকা ধুলিকণা ভেঙে ফেলে দিয়ে ফুসফুস রক্ষা করে। ধোঁয়া ও দুর্গন্ধ করতেও সহায়তা করে এই যন্ত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতগুলো কাজ করতে খরচ হয় ঘরে থাকা পাখার চেয়েও কম বিদ্যুৎ। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন ও প্রশংসা আদায় করে নিয়েছে এই আবিষ্কার। বিদেশেও সরবরাহ করা হয়েছে এই যন্ত্র।