এবার ভারতেই তৈরি হবে এমআরএনএ টীকা

এবার ভারতেই তৈরি হবে এমআরএনএ টীকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ এপ্রিল, ২০২২

এমআরএনএ পদ্ধতির ব্যবহার করে এ বার ভারতেই বানানো সম্ভব হবে কোভিডের সবচেয়ে শক্তিশালী টিকা। যে পদ্ধতিতে কোভিড টিকা বানিয়ে সফল হয়েছে আমেরিকার দু’টি ওষুধ সংস্থা ‘ফাইজার’ ও ‘মডার্না’। বিই-র তরফে জানানো হয়েছে, হু-র টিকা তৈরির উপদেষ্টা কমিটি (এসিপিডিভি) ভারতে এমআরএনএ প্রযুক্তিতে টিকা তৈরির জন্য সংস্থার কর্মীদের প্রশিক্ষণ দেবে। সেই টিকা তৈরির প্রযুক্তি সরবরাহ করবে। সেই টিকা তৈরির জন্য প্রয়োজনীয় গবেষণাগার তৈরির যাবতীয় মালমশলাও সরবরাহ করবে। এই টিকা কী ভাবে দেওয়া যায় ভারতে তার রোডম্যাপও তৈরি করে দিতে হায়দরাবাদের সংস্থাটিকে সাহায্য করবে হু-র ওই উপদেষ্টা কমিটি। এ ব্যাপারে ভারত সরকারের তরফে যা যা করা প্রয়োজন তা করা হবে বলে দিল্লির তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
এই পদ্ধতিতে টিকা বানানোর প্রযুক্তি সরবরাহ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’) বিভিন্ন দেশের যে সংস্থাগুলিকে বেছে নিয়েছে, তাদের অন্যতম হায়দরাবাদের সংস্থা ‘বায়োলজিক্যাল ই লিমিটেড’ (বিই)। সোমবার হায়দরাবাদের সংস্থাটির তরফে এই ঘোষণা করা হয়েছে।