মুম্বইয়ের বড় অংশের ডুবে যাওয়ার আশঙ্কা!

মুম্বইয়ের বড় অংশের ডুবে যাওয়ার আশঙ্কা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ এপ্রিল, ২০২২

আরএমএসআই। একটি আন্তর্জাতিক রিস্ক-ম্যানেজমেন্ট সংস্থা। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের ষষ্ঠ মূল্যায়ন রিপোর্ট, ‘ক্লাইমেট চেঞ্জ ২০২১’-কে বিশ্লেষণ করে এই সংস্থার সতর্কবার্তা ২০৫০-এর মধ্যে মুম্বই শহরের একটি বড় অংশ আরব সাগরে ডুবে যাবে! কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার ক্রমশ বৃদ্ধি। সংস্থাটি এ-ও জানিয়েছে, মুম্বইয়ের বিখ্যাত হাজি আলি দরগা, জহওরলাল নেহরু পোর্ট ট্রাস্ট, ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, বান্দ্রা-ওরলি সি-লিঙ্ক-সহ মেরিন ড্রাইভের ওপর সুসজ্জিত কুইনস নেকলেসের ডুবে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়াও, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে মুম্বইয়ের ৯৯৮টি বাড়ি এবং ২৪ কিলোমিটার রাস্তাও জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা। আরএমএসআই তাদের মূল্যায়নে ভারতের সমুদ্রের উপকূলবর্তী ৬টি শহরকে রেখেছিল। মুম্বই ছাড়াও রয়েছে চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং থিরুঅনন্তপুরম। সংস্থাটি জানিয়েছে, ২০৫০-এ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা চোখে পড়ার মত বেড়ে যাবে এবং তখন এই ৬টি শহরই বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাবে।