শিশুদের টিকায় ছাড়পত্র

শিশুদের টিকায় ছাড়পত্র

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ আগষ্ট, ২০২১

এদেশে শিশুদের করোনা টিকায় শুক্রবার ছাড়পত্র দিল দিল্লির ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দফতর। তিন ডোজের ওই ZyCov-D টিকার ছাড়পত্রের জন্য গত মাসেই আবেদন করেছিল গুজরাটের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার । এটি হবে বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের পর দেশের তৈরি দ্বিতীয় কোভিড ১৯এর টিকা। জাইডাস ক্যাডিলার তৈরি টিকার নাম ZyCov-D বা জাইকভ-ডি। ১২ থেকে ১৮ বছর বয়সীদের নতুন এই টিকাটি পর।রয়োগ করা যাবে। দ্বিতীয় পর্যায়ের ২৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর সময়ই আবেদন করা তথ্যে বলা হয়েছে, করোনা টিকাটি শিশুদের জন্য সুরক্ষিত এবং কার্যকর। জাইডাস ক্যাডিলার তৈরি শিশুদের জন্য করোনা টিকা তিনটি ডোজের টিকা গ্রাহকদের দিতে হবে। প্রথমটির থেকে দ্বিতীয়টিক সময় ব্যবধান থাকবে ২৮ দিন। আর তৃতীয় ডোজটি দেওয়া হবে প্রথম দিনের ৫৬ দিনের মাথায়। তাতেই ভ্যাকসিনটি কাজ করবে বলেও সংস্থার গবেষকরা জানিয়েছেন।

করোনার তৃতীয় তরঙ্গে শিশুদের সুরক্ষিত রাখতে এই টিকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। জাইডাস ক্যাডিলার টিকা অনুমোদন পাওয়ার ফলে ভারতে এখন পাঁচটি পঞ্চম করোনা টিকা।