মঙ্গলে রেকর্ড পারসেভারেন্স রোভারের

মঙ্গলে রেকর্ড পারসেভারেন্স রোভারের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ এপ্রিল, ২০২২

মঙ্গলে রেকর্ড করেছে নাসার উপগ্রহ পারসেভারেন্স রোভার। মঙ্গলে এই প্রথম কোনও উপগ্রহ সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের রোভার প্রত্যেক দিন ২৭৪ মিটার পথ অতিক্রম করেছে। এখনও পর্যন্ত আর কোনও রোভারের এই পথ অতিক্রম করার ক্ষমতা হয়নি। মঙ্গলে সবচেয়ে বড় ও জনপ্রিয় জ্যাজেরো গহ্ববরের চারপাশে প্রায় পুরোটাই ঘুরতে পেরেছে পারসেভারেন্স রোভার। অতীতে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কি না সেই অণ্বেষণেই পারসেভারেন্স রোভারের লালগ্রহে অভিযান। মঙ্গল থেকে একাধিক নমুনাও সংগ্রহ করেছে রোভার। একাধিক রকমের পাথর ছাড়াও অটো-নেভিগেশন পদ্ধতি ব্যবহার করে নাসার এই মহাকাশযান মঙ্গলের পৃষ্ঠদেশের একটি থ্রি-ডি ম্যাপও তৈরি করেছে। জ্যাজেরো গহ্ববর যে একসময় একটি বিশাল হ্রদ ছিল সেটাও প্রথম বিগানীদের জানিয়েছে এই রোভার। ২০২১-এর ১৮ নভেম্বর মঙ্গলের মাটি ছুঁয়েছিল নাসার এই মহাকাশযান।