ফিরিয়ে আনা যাবে মেইল!

ফিরিয়ে আনা যাবে মেইল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ এপ্রিল, ২০২২

ভুল করে অন্য সরকারকে মেইল করে ফেললে তা ফিরিয়ে আনার সুযোগ দিচ্ছে জি মেইল। কাজের চাপে বা মনের ভুলে গুরুত্বপূর্ণ তথ্য না লিখে ই-মেইল পাঠিয়ে থাকেন অনেকে। কেউ আবার নির্দিষ্ট ঠিকানার বদলে অন্য ঠিকানায় ই-মেইল পাঠিয়ে থাকেন। ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে জিমেইল ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পাঠানো ই-মেইল নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আনতে পারবেন। তবে পাঠানো ই-মেইল ফেরত আনার জন্য খুব বেশি সময় পাওয়া যায় না।