কানাডার নদী পেল আইনি স্বীকৃতি

কানাডার নদী পেল আইনি স্বীকৃতি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ এপ্রিল, ২০২২

মানুষের মতোই অবিকল পরিচয় পত্র এবং অধিকার পেল নদী। হ্যাঁ, সম্প্রতি এমনই বিরল ঘটনার সাক্ষী হল কানাডা। কানাডার উত্তর কুইবেকের ম্যাগপাই নদী। ৩০০ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত সেই নদী। এই নদী উপত্যকাতেই কয়েকশো বছর ধরে বসবাস করে আসছে স্থানীয় ইনু উপজাতির মানুষরা। তাদের ইতিহাসও কম পুরনো নয়। আর উপজাতি মানুষদের কাছে ম্যাগপাই নদী পরম পবিত্রময়। ম্যাগপাই নদীর আনুষ্ঠানিক আইনি স্বীকৃতির জন্য দীর্ঘ এক দশক ধরেই লড়াই করছে এই জনগোষ্ঠী। পরিবেশ রক্ষার তাগিদেই এই লড়াই। শেষ পর্যন্ত জিতল তাদের বহুবছরের লড়াই। কিন্তু গত একশো বছরে পরিবেশ ধ্বংসের প্রভাব এই নদীর ওপরেও পড়েছে। ম্যাগপাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পর্যটকদের আনাগোনা বেড়েছে। দূষণও ক্রমাগত বেড়েছে। ব্যবস্থা নেয়নি সরকার। সেই নিয়েই স্থানীয় উপজাতিদের লড়াই। শেষপর্যন্ত তাদের আবেদনে সাড়া দিয়ে সরকার ম্যাগপাই নদীকে আইনত স্বীকৃতি দিয়েছে। নদী ও নদী সম্পর্কিত কোনওরকমভাবে পরিবেশ দূষিত মানুষ করলে মামলা করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =