বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ এপ্রিল, ২০২২
মহাকাশে ১৮৩ দিন থাকার পর শনিবার পৃথিবীতে ফিরে এলেন তিন চীনা নভোশ্চর। স্টেট টিভি-র রিপোর্টে জানানো হয়েছে এটি এখনও পর্যন্ত চিনের দীর্ঘতম ক্রুড স্পেস মিশন। চীনের প্রথম স্পেস স্টেশনে একটি কী-মডিউল রেখে আসার প্রায় ৯ ঘন্টা পর পৃথিবীতে অবতরণ করেন চীনা মহাকাশচারীরা। গত অক্টোবরে এই তিন নভোশ্চর মহাকাশে গিয়েছিলেন। চিনের পরবর্তী মিশনের একটি হল তিয়ানুজ-৪, যা আসলে একটি কার্গো স্পেস ক্রাফট। আর একটি মিশনের নাম শেনঝউ-১৪। সেই মিশনেও থাকবেন তিন নভোশ্চর। সৌরজগতের কক্ষপথে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করার জন্য গত একবছর ধরে চলছে চিনের নানারকমের গবেষণা ও মহাকাশে নভোশ্চরদের পাঠানো।