গঙ্গার পুনর্জন্মের নামে নালা হচ্ছে!

গঙ্গার পুনর্জন্মের নামে নালা হচ্ছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ এপ্রিল, ২০২২

কালিঘাট ব্রিজ থেকে আলিপুর ব্রিজ। আদি গঙ্গার এইটুকু আধুনিক কলকাতা দেখে আসছে। কলকাতা যত আধুনিক হয়েছে ‘আদি গঙ্গা’কে তত অবক্ষয়ের পথে নিয়ে যাওয়া হয়েছে। আবর্জনার স্তুপে ঐতিহ্যের আদি গঙ্গা প্রায় বুঁজে যাওয়া একটা নালায় রূপান্তরিত হয়েছিল। সেই অবস্থা থেকে সরকারের টনক নড়েছিল। ব্যবস্থা হয়েছিল আদি গঙ্গার সংস্কারের। আদি গঙ্গা আসলে ছিল ৭৫ কিলোমিটার লম্বা। ৭৫ কিলোমিটারের অধিকাংশই চলে গিয়েছে আবর্জনার স্তুপের নীচে! শহরের মধ্যে কিছুটা জল নিয়ে আদি গঙ্গার থাকা মাত্র ১৩ কিলোমিটার! সেটাকেও সংস্কারের নামে রাজ্য সরকারের অধীনে থাকা কলকাতা পুরসভা এখন আধুনিক একটি ড্রেন বানাতে চাইছে! তীব্র প্রতিবাদ জানিয়েছেন আদি গঙ্গার সংস্কার নিয়ে দীর্ঘ দিন ধরে লড়াই করে যাওয়া পরিবেশবিদ সুভাষ দত্ত। তার ভাষায়, “এটা তো আত্মহত্যার সামিল হল!” অথচ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রথমে ৩০৭ কোটি টাকা অনুমোদন করেছিল। সেটা বেড়ে ৬৫০ কোটি টাকাও হতে পারে। কিন্তু আদি গঙ্গার দু’পাশ দিয়ে জবরদখল করা মানুষ, যাদের মধ্যে বাড়ি তৈরির প্রোমোটারদের সংখ্যাই বেশি, তারা চাইছেন আদি গঙ্গার পুরো সংস্কার যেন না হয়! তার চেয়ে শহরের মধ্যে থাকা আদি গঙ্গার ১৩ কিলোমিটার যেমইন ছিল থাক! আর ১ কিলোমিটার নদীকে একটু বড় ড্রেনে রূপান্তরিত করা হোক! সেই ড্রেনের ওপর দিয়ে একাধিক ছোট ব্রিজ তৈরি করা হোক। যাতে আদি গঙ্গা পুরোপুরিভাবে অমরত্ব পায়!