ফুল মুন উইক

ফুল মুন উইক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ এপ্রিল, ২০২২

বাঙালির বছর শুরু হলো পূর্ণ গোলাপী চাঁদ দিয়ে। ১৫ই এপ্রিল থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত দেখা গেল গোলাপী চাঁদ। গোলাপী চাঁদকে বলা হয় এপ্রিল ফুল মুন। বছরের শুরুতেই ২রা বৈশাখ পূর্ণিমা। তার আগেই বছরের প্রথম দিনেই পয়লা বৈশাখ থেকেই দেখা গেল এই গোলাপী চাঁদ। বর্ষবরণের এমন ম্যাজিক্যাল মোমেন্ট আর কীই বা হতে পারে! মূলত মধ্যরাতের পর চাঁদের গায়ে এই গোলাপী আভা দেখা যায়। শনিবার রাত ১০ টার পর থেকে সবচেয়ে ঊজ্জ্বল গোলাপী আভায় দেখা গেছে এই গোলাপী চাঁদ। ওয়াশিংটনে নাসার সদর দপ্তরের বিজ্ঞান মিশন ডিরেক্টরের প্রোগ্রাম এক্সিকিউটিভ গার্ডন জনসন গত সপ্তাহন্তকে(১৫-১৮ এপ্রিল) ‘ফুল মুন উইক’ নামে আখ্যায়িত করেছেন।