হাবল টেলিস্কোপের ৩২তম জন্মদিন পালন

হাবল টেলিস্কোপের ৩২তম জন্মদিন পালন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ এপ্রিল, ২০২২

জেমস হাবল টেলিস্কোপ সম্প্রতি তার ৩২তম জন্মদিন পালন করল মহাকাশে। মহাকাশে হাবলের ৩২ বছর থাকা হয়ে গেল। জন্মদিনেও হাবল পাঠাল অভূতপূর্ব এক ছবি। আকাশগঙ্গা ছায়াপথের খুব কাছেই থাকা আরও পাঁচটি ছায়াপথের ছবি তুলে পৃথিবীকে পাঠাল হাবল টেলিস্কোপ। এই পাঁচটি ছায়াপথের নাম হিকসন কমপ্যাক্ট গ্রুপ ৪০। হাবলের ছবি জানিয়েছে, সেই পাঁচটি ছায়াপথের মধ্যে অদ্ভূত এক সংযুক্তিকরণ হয়েছে। জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, পাঁচটি ছায়াপথ এক অভূতপূর্ব আলো-আধাঁরির খেলায় মেতেছে। দেখে মনে হচ্ছে তারা যেন এক অদ্ভূত গ্র্যাভিটেশনাল ডান্সিং করছে। নাসার তরফে জানানো হয়েছে, মহাকাশের গভীরে অনেক ছায়াপথের সন্ধান পাওয়া যায়। কিন্তু এই পাঁচটি ছায়াপথের গ্রুপ বাকিদের থেকে নিজেদের কিছুটা আলাদা করে রেখেছে। যে কারণে এদের চিহ্নিত করতে সুবিধে হয়েছে।