নাইজিরিয়ায় পরিবেষদূষণ রুখছেন স্পাইডারম্যান!

নাইজিরিয়ায় পরিবেষদূষণ রুখছেন স্পাইডারম্যান!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ এপ্রিল, ২০২২

পথে পথে ঘুরে আবর্জনা পরিষ্কার করছে স্পাইডারম্যান। নাইজেরিয়ার (Nigeria) ওসোগবোর রাস্তায় প্রায় প্রতিদিনই দেখা যায় এই দৃশ্য। না, পিটার পার্কার নয়। এই স্পাইডি কস্টিউমের পিছনে লুকিয়ে থাকা মানুষটির নাম জোনাথন ওলাকুনলে। স্ট্যান লি রচিত স্পাইডারম্যানের মতো কোনো সুপারপাওয়ার নেই তাঁর ঠিকই। তা সত্ত্বেও বর্তমান সমাজের নায়ক হয়ে উঠেছেন এই মধ্যবয়সি নাইজেরীয় ব্যক্তি।
আজ থেকে প্রায় দু’দশক আগের কথা। ২০০৪ সালে নাইজেরিয়ার একটি পরিবেশ সম্মেলনে অংশ নিয়েছিলেন জোনাথন। সেই সম্মেলনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহেই নাইজেরিয়ার মূল শহরগুলিতে অভিযান চালাবেন পরিবেশ ও সমাজকর্মীরা। কিন্তু কয়েকদিন চলার পরেই বন্ধ হয়ে যায় সেই প্রকল্প। তবে থেমে থাকেননি জোনাথন। ব্যক্তিগত উদ্যোগ নিয়েই শুরু করেন আবর্জনা, বিশেষত প্লাস্টিক পরিষ্কার অভিযান।
ব্রিটেন, আমেরিকা, জার্মানির মতো উন্নত দেশগুলিতে যত্রতত্র আবর্জনা ফেলা কার্যত অপরাধ। দেশের নাগরিকরা তো বটেই, পর্যটকরাও রাস্তাঘাটে আবর্জনা ফেলেন না আইনের কারণেই। নাইজেরিয়াতেও এই একই রকম আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছেন জোনাথন। সে আরও এক অন্য গল্প। নিজের জীবিকা, পরিবার, পরিবেশকর্মীর দায়িত্ব সামলেও পরিবেশ সংক্রান্ত আইনে বদল আনতে লড়াই করে যাচ্ছেন তিনি। স্পাইডারম্যানের মুখোশের আড়ালে লুকিয়ে এভাবেই কখন যেন বাস্তবের নায়ক হয়ে উঠেছেন নাইজেরিয়ার জোনাথন