মহাকাশে যোগাযোগ এবার বেসরকারী সংস্থার হাতে

মহাকাশে যোগাযোগ এবার বেসরকারী সংস্থার হাতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ এপ্রিল, ২০২২

অবশেষে মহাকাশে যোগযোগ ব্যবস্থার একচেটিয়া স্বত্ত্ব ছেড়ে দিচ্ছে নাসা। তাদেরই সহায়তায় এবার মহাকাশে যোগাযোগ ব্যাবস্থায় পেশাদার অধিকার অর্জন করতে চলেছে আমাজন, স্পেস এক্সের স্টার লিঙ্ক এবং আরও কয়েকটি প্রাইভেট স্যাটেলাইট সংস্থা। বুধবার নাসার কাছ থেকে যৌথভাবে তারা মহাকাশে যে কোনওরকম যোগাযোগ স্থাপন করার কাজের অধিকার কিনে নিল নাসার কাছ থেকে। এতবছর ধরে যে কাজের একচেটিয়া অধিকার ছিল মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থার। তার জন্য প্রাইভেট স্যাটেলাইট সংস্থাগুলোকে দাম দিতে হচ্ছে ভারতীয় মূদ্রায় ২১২০ কোটি ৫৯ লক্ষ ৩৬ হাজার ৯০০ টাকা! এর মধ্যে আমাজনের পরিকল্পনা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মহাকাশে অন্তত তিন হাজার স্যাটেলাইট পাঠানো। স্পেস এক্সের স্টার লিঙ্ক, যারা ইতিমধ্যে মহাকাশে দু’হাজারেরও বেশি স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছে, এবার আরও বিনিয়োগ করে মহাকাশে পর্যটন ব্যবস্থাকে শক্তিশালী করতে চায়। একইসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যোগাযোগ স্থাপন ব্যবস্থাকে আরও শক্তপোক্ত করতে চায়। নাসা এই ব্যবস্থাকে বলে ট্র্যাকিং এবং ডাটা রিলে স্যাটেলাইট নেটওয়ার্ক। প্রত্যেকটি কোম্পানিকে নাসার তরফে বলা হয়েছে ২০২৫-এর মধ্যে তারা তাদের স্যাটেলাইট বানিয়ে নাসা-কে দেখানোর কাজ শেষ করে।