বায়োলজিক্যাল স্কেলিং

বায়োলজিক্যাল স্কেলিং

আপনি নিশ্চয়ই ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন| বিভিন্ন সার্চ ইঞ্জিন এ গিয়ে নিজের পছন্দমতো বিষয় খোঁজেন| কখনো কি নেট ঘেঁটে খুঁজে দেখেছেন পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণীটি কে? আপনি হয়তো ভাববেন উত্তরটা হলো নীল তিমি বা অন্য কোনো হিংস্র তিমি বা হাঙ্গর অথবা নিদেন পক্ষে আফ্রিকার হাতি, গন্ডার, গরিলা, বাইসন কিংবা মেরু ভালুক| কিন্তু উত্তর যেটা পাবেন তাতে আপনি একদম আকাশ থেকে পড়বেন| পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণীটি হলো একটি বিশেষ জাতের গুবরে পোকা (Dung Beetle)| শুধু তাই নয়, সব থেকে শক্তিশালী প্রাণীদের ক্রমানুসার তালিকাটিতে যদি আপনি চোখ বোলান তবে তাজ্জব হয়ে যাবেন| কারণ এই তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছে আরেক জাতের গুবরে পোকাই (Rhinoceros Beetle), তৃতীয় স্থানে এক শ্রেণীর পিঁপড়ে (Leafcutter ant)| স্তন্যপায়ী বা সরীসৃপরা কেউই প্রথম তিনের মধ্যে জায়গা করে নিতে পারেনি| আপনি হয়তো প্রথমে ভেবেছিলেন সার্চ ইঞ্জিন ভুল তথ্য দিচ্ছে, তাই বারবার খোঁজাখুঁজি করলেন কিন্তু একই ফলাফল পাচ্ছেন| এর মানেটা কি এই দাঁড়ায় যে সামনাসামনি যুদ্ধে একটা গুবরে পোকা একটা তিমি বা একটা গরিলাকে হারিয়ে দেবে? বুঝতেই পারছেন যে এটা অসম্ভব, কিন্তু সার্চ ইঞ্জিনের তথ্যেও কোনো ভুল নেই, তাহলে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? আসুন একটু গভীরে ডুব দিয়ে দেখা যাক| একটি প্রাণীর শক্তি বলতে ঠিক কি বোঝায়? যেকোনো প্রাণীর শক্তি মানেই তার পেশি-শক্তি| কিন্তু এক্ষেত্রে শুধু পেশি শক্তি ধরলেই হবে না, প্রাণীটির ওজনও এখানে বিচার্য| এই কারণেই দেখবেন পেশিশক্তির সাথে সম্পর্কিত যেসব খেলাধুলা রয়েছে যেমন কুস্তি, মুষ্টিযুদ্ধ সেখানে প্রতিযোগী/ প্রতিযোগিনীদের ওজনভিত্তিক বিভাগ পৃথক রাখা হয়| কারণ দুইজনের মুখোমুখি যুদ্ধে একজনের পেশিশক্তি অপরজনের তুলনায় কিছুটা কম থাকলেও যদি ওজন অনেকটা বেশি থাকে তবে সে স্রেফ ওজনের জোরেই যুদ্ধে জিতে যাবে| সুমো কুস্তিগীরই বলুন কি জলহস্তীই বলুন, এদের দেহে পেশির তুলনায় স্নেহ-জাতীয় পদার্থই অনেক বেশি, কিন্তু স্রেফ ওজন দিয়েই এরা পেশিবহুল প্রতিদ্বন্দীকে অনায়াসে পরাস্ত করার ক্ষমতা ধরে| তাই প্রতিযোগিতায় ওজনভিত্তিক বিভাগে প্রতিদ্বন্দ্বীদের ভাগ করে দিলে নির্দিষ্ট একটি দ্বন্দ্বযুদ্ধে ওজনের সুবিধা কেউই নিতে পারছে না, যার পেশিশক্তি বা যুদ্ধের কৌশল তুলনামূলকভাবে ভালো সে-ই জিতবে| এই তথ্যটা যদি আমরা বুঝে থাকি তবে এটাও নিশ্চয়ই বুঝতে পারছি যে একটা গরিলার সাথে যদি একটা গুবরে পোকার যুদ্ধ হয় তাহলে সেটা অবশ্যই একটা অন্যায় যুদ্ধ, কারণ গরিলার ওজনের তুলনায় গুবরে পোকার ওজন ধর্তব্যের মধ্যেই আসেনা| তাহলে এই অন্যায় যুদ্ধটাকে একটা ন্যায়যুদ্ধে পরিণত করার উপায়টা কি? একটা কাল্পনিক যুদ্ধের আয়োজন করা যেখানে গুবরে পোকা আর গরিলার ওজন সমান| এর ফলাফল কি হবে জানেন? গুবরে এক ফুঁয়ে গরিলাকে উড়িয়ে দেবে কারণ গুবরে পোকার পেশিশক্তির সাথে গরিলার পেশিশক্তির কোনো তুলনায় হয় না| একটা Dung Beetle নিজের ওজনের 1141 গুন্ ওজন তুলতে পারে, Rhinoceros Beetle-র ক্ষেত্রে এই মানটি 850 আর Leafcutter ant তোলে নিজের ওজনের 50 গুন্| ভাবুন কি অকল্পনীয় শক্তির অধিকারী এরা| সেখানে একটা গরিলা সর্বোচ্চ মাত্র তার নিজের ওজনের ১০ গুন্ই ওজন তুলতে পারে| তার মানে মোদ্দাকথা যেটা দাঁড়ালো সেটা হলো পেশিশক্তির সঠিক পরিমাপে কোনোভাবেই ওজনের সুবিধাকে আসতে দেওয়া যাবেনা| তার জন্য একটা সঠিক রাশিমালা তৈরী করা প্রয়োজন| ভেবে দেখুন “পেশিশক্তি/ দেহের ওজন” এমন একটি রাশিমালা যদি আমরা বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই আর ওজন কম বেশি হবার গুরুতর সমস্যাটি থাকেনা| সার্চ ইঞ্জিন এ শক্তিশালী প্রাণীদের যে তালিকাটি আপনি দেখেছেন সেই তালিকা বস্তুত ওপরের রাশিমালাটির পরিমাপ করেই তৈরী করা হয়েছে, তাই তালিকাটি আপাতদৃষ্টিতে অবাস্তব মনে হলেও এই পেছনে আছে সঠিক লজিকাল এনালাইসিস বা যৌক্তিক বিশ্লেষণ| এই ধরণের পরিমাপকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি “স্কেলড ভ্যালু”| এক বা একাধিক বস্তুর বিভিন্ন ধর্মের মধ্যে তুলনা করতে গেলে অবশ্যই তাদের স্কেলড ভ্যালুর তুলনা করতে হবে, নইলে তুলনা গ্রহণযোগ্যই হবেনা| কিছু উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে| রাম 13 সেকেন্ডে দৌড়ায় 100 মিটার আবার শ্যাম 21 সেকেন্ডে দৌড়ায় 205 মিটার| কে বেশি তাড়াতাড়ি দৌড়ায়? কিভাবে বের করবেন? অবশ্যই সঠিক স্কেলিং করে| প্রতি এক সেকেন্ডে কে গড়ে কতটা দৌড়াচ্ছে বের করে ফেললেই আপনি উত্তরটা পেয়ে যাবেন| তার মানে এখানে স্কেলড রাশিটি হলো দূরত্ব/সময় বা গড় গতিবেগ| A ধাতুর 3 সিসি-র ভর 23 গ্রাম, আবার B ধাতুর 5 সিসি-র ভর 41 গ্রাম| কোন ধাতুটা বেশি ভারী? কিভাবে উত্তর পাবেন? স্কেলিং| এক্ষেত্রে স্কেলড রাশিমালাটি হলো ভর/আয়তন বা ঘনত্ব| বিজ্ঞানের বহু শাখাতেই এরকম আরো অনেক স্কেলড রাশির উদাহরণ পাওয়া যায়| আপনিও হয়ে পড়ুন বিজ্ঞানী| নিজেই চেষ্টা করে বের করে ফেলুন এরকমই নতুন কোনো অতি প্রয়োজনীয় একটি স্কেলড রাশিমালা|