এবছর আমের ফলন কম হবে

এবছর আমের ফলন কম হবে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ এপ্রিল, ২০২২

উদ্যান বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চাষীদের পর্যবেক্ষণ বলছে, এবছর আমের ফলন চোখে পড়ার মত কম হতে পারে। কারণ আবহাওয়ার চূড়ান্ত পরিবর্তন। আরও পরিষ্কারভাবে বললে, ক্রমবর্ধমান তাপমাত্রা। উদ্যান বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বেঙ্গালুরু থেকে। তারা জানিয়েছেন, বেঙ্গালুরুতে আমের ফলন গত দু’বছর ধরেই উল্লেখযোগ্যভাবে কম। আম চাষীদের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে সাধারণভাবে বেঙ্গালুরুতে আমের ফলন হয় দেড় থেকে ২ মিলিয়ন টন! সেখানে গত দু’বছর ধরে আমের ফলন ০.৭ থেকে ০.৮ মিলিয়ন টন কমে গিয়েছে। চাষীরা বলছেন ৬০ থেকে ৭০% শতাংশ ফলন কমে গিয়েছে। উদ্যান বিশেষজ্ঞদের ব্যাখ্যা, সাধারণত নভেম্বর-ডিসেম্বরে বীজ থেকে ফুলে রূপান্তরিত হওয়ার কাজটা হয়। জলে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে সেই কাজটা এখন জানুয়ারি-ফেব্রুয়ারিতে হছে। আরও একটা কারণ, ডিসেম্বরে দেশ জুড়ে ভালরকম বৃষ্টি হওয়ায় মাটি শুকনো থাকেনি। যেটা আমের ফলনের জন্য খুব প্রয়োজন হয়। মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আমের ফ্লাওয়ারিং-এর কাজ একদমই ভালভাবে হয়নি এবং এই ছবিটা শুধু বেঙ্গালুরু নয়, গোটা দেশ জুড়ে। তাই এবছর পর্যাপ্ত পরিমাণে আম পাওয়া কঠিন হতে পারে।