চিনা বিজ্ঞানীদের তৈরি অভিনব ‘ফেজ-চেঞ্জ’ পোশাক

চিনা বিজ্ঞানীদের তৈরি অভিনব ‘ফেজ-চেঞ্জ’ পোশাক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ এপ্রিল, ২০২২

একই পোশাক যা গরমে পরলে শরীর ঠান্ডা হবে। আবার সেই পোশাকই ঠান্ডায় পরলে শরীর গরম হবে। চীনা বিজ্ঞানীরা অভিনব এই পোশাক তৈরি করেছেন। কাপড়ের সঙ্গে থ্রি-ডি প্রিন্টিং প্রক্রিয়ায় তৈরি হয়েছে এই পোশাক যাকে বলা হছে ‘ফেজ-চেঞ্জ’ পোশাক। আবিষ্কারকের অন্যতম, ইয়ংগি ঝাং জানিয়েছেন, প্রথমত ‘ফেজ-চেঞ্জ’ পোশাক তৈরির যে কাপড়টি তৈরি করা হয়েছে তা একাধিক উপাদানের সংমিশ্রণ। তারপর পোশাক তৈরি করার সময় প্রয়োগ করা হয়েছে থ্রি-ডি প্রিন্টিং প্রক্রিয়া। কিন্তু বিজ্ঞানীদের বক্তব্য, এরপরও একই পোশাকের ঠাণ্ডা ও গরম হওয়ার যে অভিনব চরিত্র তৈরি করা হয়েছে তার পেছনের নায়ক কিন্তু পলিমার নামের এক রাসয়নিক পদার্থের উপস্থিতি। কাপড়ের ভেতর পলিমারের চেন দেওয়া হয়েছে। যে পলিমার বিভিন্নরকমের আবহাওয়ায় নিজেকে রি-ক্রিস্টালাইজ করে এবং বাইরের তাপমাত্রাকে প্রতিরোধ করতে পারে। যে কারণে, গরমে শরীরে পলিমার থাকা পোশাক পরলে ঠাণ্ডা লাগবে আর ঠাণ্ডার সসময় সেই একই পোশাকে শরীর গরম হবে।