ঝর্ণা গাছ

ঝর্ণা গাছ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ এপ্রিল, ২০২২

১০০ বছরের পুরোনো মালবেরি বা তুঁত গাছ। গাছের মধ্যভাগে গুঁড়ি থেকে ঝর্ণার ধারা বেয়ে জল নেমে আসছে। মন্টেনিগ্রোতে রয়েছে এই গাছ। প্রতি বছর শীতের শেষে গাছের গুঁড়ি থেকে এমন ঝর্ণা শুরু হয়। কিন্তু কেন এমন হচ্ছে?
এই গাছের ঠিক নিচেই রয়েছে একটি জলধারা। যা গাছের ফাঁপা ডাল বেয়ে গাছের উপর পর্যন্ত চলে আসে। আর এভাবেই সৃষ্টি হয় বিরল সৌন্দর্য। তবে এটি মাত্র এক থেকে দুদিন স্থায়ী হয়। বরফ গলার পরে কিংবা ভারী বৃষ্টিপাতের পরে মাটির নীচের জলধারায় চাপ বাড়ে। তখন অতিরিক্ত চাপে জল গাছের শিকড়ে উঠে আসে। পরে এটি ফাঁপা ডালের মধ্যে দিয়ে উঠে এসে ঝর্ণার মতো পড়ে যায়।