বালির বাণিজ্যিক ব্যবহার কমানোর পরামর্শ রাষ্ট্রপুঞ্জের

বালির বাণিজ্যিক ব্যবহার কমানোর পরামর্শ রাষ্ট্রপুঞ্জের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ এপ্রিল, ২০২২

সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিভাগের বিশেষজ্ঞদের (ইউএনইপি) পরামর্শ, বালির বাণিজ্যিক অবিলম্বে ব্যবহার কমানো হোক বিশ্ব জুড়ে। ইউএনইপি-র গ্লোবাল রিসোর্স ইনফরমেশন ডাটাবেসের তরফে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে প্রত্যেক বছর বিশ্ব জুড়ে সি-বিচগুলো থেকে বালি তোলার পরিমাণ ৫০ বিলিয়ন টন। বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ বালি দিয়ে পৃথিবীর চারপাশ দিয়ে ২৭ মিটার চওড়া এবং ২৭ ইটার উঁচু একটা দেওয়াল বানিয়ে দেওয়া যাবে! ইউএনইপি-র বক্তব্য বালি এমন এক পদার্থ যে যত পরিমাণেই তাকে তোলা হোক না কেন, সে দ্রুত খালি জায়গা ভরাটও করে দেয়। তাই মানুষেরও কোনও হেলদোল থাকে না। সে তার ব্যবসায়িক স্বার্থে বালিকে যথেচ্ছ পরিমাণে তোলে এবং ব্যবহার করে। কিন্তু ইউএনইপি-র রিপোর্ট বলছে বালিকে তার স্থানে থাকতে দেওয়ার উপকারিতার কথা। বালি শুধু ভূমিক্ষয় রোধ করে না। সমুদ্রের জলের লবনাক্তকরণ, প্রবল ঝড় প্রতিরোধও সে করে। সর্বোপরি, জীববৈচিত্র্যও বজায় থাকে এই বালির হাতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেভাবে মানুষ বালি ধ্বংস করে তুলেছে নিজেদের স্বার্থে তাতে অদূর ভবিষ্যতে মানুষের জীবনই পড়বে গভীর সংকটে। খাবার জল পাবে না, শষ্যের ফলন বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে সংকটে পড়বে মাছ চাষ, পর্যটন শিল্প। ইউএনইপি-র পরামর্শ, সি-বিচ থেকে বালি তোলা নিষিদ্ধ করে দেওয়া হোক। আর বালির পরিবর্ত হিসেবে ব্যবহার করা হোক অন্য কোনও পদার্থের গুঁড়ো। নেতা, ব্যবসায়ীদের কানে এই পরামর্শ ঢুকবে না। তারা এখন কালিদাসের মত, গাছের ডালে বসে সেই ডাল কাটায় মত্ত!