বিলুপ্তির পথে আফ্রিকার রাজা!

বিলুপ্তির পথে আফ্রিকার রাজা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ এপ্রিল, ২০২২

সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথে দেখা গিয়েছিল তাকে। ‘আফ্রিকার রাজা’! সেই সিংহের মুখের ভেতর গনেশ মুর্তি লুকিয়ে রেখেছিল ‘ক্যাপ্টেন স্পার্ক’। কিন্তু খোদ আফ্রিকায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে সিংহ! সম্প্রতি উগান্ডার বিখ্যাত এলিজাবেথ ন্যাশনাল পার্কের সীমান্তে বৈদ্যুতিন কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে তিন তিনটি মহিলা সিংহ। একটি মা ও তার দুই মেয়ে! উগান্ডার ওয়াইল্ড লাইফ অথরিটি-র তরফে জানানো হয়েছে তিনটি সিংহীর মৃত্যু তাদের কাছে বিরাট এক ধাক্কা। কারণ, দেশে জীবিত রয়েছে আর মাত্র ৪০০টি সিংহ! আশ্চর্যের বিষয়, উগান্ডায় এখনও কোনও আইন তৈরি হয়নি যা ন্যাশনাল পার্কগুলোর সীমান্ত নির্দিষ্ট করতে পারে। যে কারণে, অবাধে চোরাকারবারিরা বিভিন্ন প্রান্ত দিয়ে ন্যাশনাল পার্কে ঢোকে এবং প্রাণী হত্যা করে। গতবছর মার্চে ৬টি সিংহ মারা গিয়েছিল চোরাশিকারীদের হাতে। ২০১৮-র পরিসংখ্যান এর মধ্যে সবচেয়ে খারাপ। শাবক-সহ ১১টি সিংহ মারা হয়েছিল সেই বছর। সবাইকেই মারা হয়েছিল বিষ খাইয়ে! ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচারের রিপোর্টে আফ্রিকার ‘রাজা’-কে ইতিমধ্যে বিপন্ন বলে ঘোষণা করা হয়েছে।