মাঝ আকাশে রকেট ধরল হেলিকপ্টার

মাঝ আকাশে রকেট ধরল হেলিকপ্টার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ মে, ২০২২

সঠিকভাবে উৎক্ষেপণ হওয়ার পরেও রকেটটি তার লক্ষ্যে পৌঁছতে পারেনি। মহাকাশ থেকেই ফিরে আসছিল। মাঝ আকাশে সেই ফিরে আসা রকেটকে ধরে নেয় হেলিকপ্টার এবং তারপর প্রশান্ত মহাসাগরে তার সলিল সমাধি ঘটায়। জানা গিয়েছে নিউজিল্যান্ডের প্রত্যন্ত মাহিয়া উপদ্বীপ থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। ক্যালিফোর্নিয়ার রকেট নির্মাতা সংস্থা রকেট ল্যাব এবং মহাকাশযান নির্মাতা সংস্থা স্পেসক্র্যাফটের কর্মীরাই এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী থেকেছেন। রকেট ল্যাবের তরফে জানানো হয়েছে সংস্থার তরফে ছোট ইলেকট্রন রকেটগুলিকে আবার ব্যবহার করতে চাইছে বলে প্রায়ই তাদের ১৮ মিটারের রকেটগুলো নিউজিল্যান্ডের মাহিয়া দ্বীপপুঞ্জ থেকে মহাকাশে ছাড়া হচ্ছে। মঙ্গলবার সকালেও অন্যদিনের মত নতুন ইলেকট্রন রকেট ছাড়া হয়েছে। যে রকেটের সহায়তায় ৩৫টি উপগ্রহ পাঠানো হয়েছিল সৌরকক্ষে। এরপরই রকেটের মূল বুস্টার অংশ ভেঙেই পৃথিবীর দিকে নেমে আসতে শুরু করে। তাকেই শেষপর্যন্ত হেলিকপ্টারের সহায়তায় প্রশান্ত মহাসাগরে নিঃক্ষেপ করা হয়েছে।