গ্রিন প্রজেক্টে ভারতকে ১০.৫ মিলিয়ন ইউরো দিচ্ছে জার্মানি

গ্রিন প্রজেক্টে ভারতকে ১০.৫ মিলিয়ন ইউরো দিচ্ছে জার্মানি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ মে, ২০২২

সবুজায়নের জন্য ভারতকে ১০.৫ মিলিয়ন ইউরো দিয়ে সহায়তা করছে জার্মানি। ভারত ও জার্মানির মধ্যে গ্রিন প্রজেক্ট নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের কারণে আগামী ২০৩০ সাল পর্যন্ত ভারতকে জার্মানি সবুজায়ন ও উন্নয়নমূলক প্রকল্পের জন্য ১০.৫ বিলিয়ন ইউরো অর্থ দবে বলে জানানো হয়েছে। ভারত-জার্মানি দু’টি দেশ একসঙ্গে সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করেছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউরোপ সফরের প্রথম পর্বের সমাপ্তিতে এক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, “জয়েন্ট ডিরেক্টর ইনটেন্ট ভারত ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতার এজেন্ডাকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়েছে। এই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।” তিনি আরও বলেছেন, “এই প্রকল্পের অংশ হিসেবে, জার্মানি আগামী ২০৩০ সাল পর্যন্ত ভারতকে ১০ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা করবে। বিদেশ সচিবের কথায়, সবুজ হাইড্রোজেন ও নবায়নযোগ্য বিষয়ে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ক্ষেত্রে ভারতের অংশীদারি হিসেবে একটি টাক্স ফোর্স তৈরি করা হবে। জার্মানির সহয়তায় ভারতে একটি সবুজ হাইড্রোজেন হাবও তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।